এনসিপিকে ‘নীতিহীন’ দল আখ্যা দিয়ে পদত্যাগ করলেন নীলা ইসরাফিল


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন আলোচিত নেত্রী নীলা ইসরাফিল। দলীয় নীতির প্রতি অনাস্থা জানিয়ে তিনি ফেসবুক পোস্টে জানান, এ দলকে আমি দান (reject) করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপোষহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না.
সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নীলা ইসরাফিল লেখেন, ‘আমি নৈতিকতা বেছে নিয়েছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। এনসিপির নেতৃত্বে আস্থার ঘাটতি, অনৈতিক সিদ্ধান্ত, বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের পুনর্বাসনের চেষ্টাই দলটি থেকে সরে আসার অন্যতম কারণ।’
তিনি আরও অভিযোগ করেন, দলের ভেতরে শৃঙ্খলার অভাব রয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণে একটি নির্দিষ্ট গোষ্ঠী একচ্ছত্র প্রভাব খাটিয়ে যাচ্ছে। তার ভাষায়, ‘নেতৃত্বে যখন অনৈতিক ও দুর্নীতিগ্রস্তরা জায়গা নেয়, তখন দল আদর্শহীন হয়ে পড়ে।’
এনসিপির আদর্শগত অবস্থানের প্রতিও অনাস্থা জানান তিনি। স্ট্যাটাসে বলেন, ‘আমি এমন কোনো রাজনৈতিক দলের অংশ হতে চাই না, যারা অপরাধীদের আশ্রয় দেয়, ন্যায়ের পক্ষে নয় বরং অন্যায়ের পক্ষ নেয়।’
নীলা ইসরাফিলের এই পদত্যাগকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকেই তার দলত্যাগকে দলের অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।