সময়ের জনমাধ্যম

এডি সায়েন্টিফিক ইনডেক্সে বশেফমুবিপ্রবি উপাচার্যসহ ১৪ গবেষক

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খানসহ ১৪ জন শিক্ষক-গবেষক অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২৩ এর তালিকায় স্থান পেয়েছেন। 

সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে। তালিকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথম এবং সারাদেশে ৩৪তম স্থানে আছেন।

গত ছয় বছরের আই১০ ইনডেক্স বিবেচনায় বিশ্বসেরা ২% বিজ্ঞানীদের মধ্যে তার নাম স্থান পেয়েছে। উল্লেখ্য, দেশসেরা বিজ্ঞানী প্রফেসর ড. মো. কামরুল আলম খান জবির পদার্থবিজ্ঞান বিভাগের একজন স্বনামধন্য অধ্যাপক ও দেশসেরা পদার্থবিজ্ঞানী; তিনি পাথরকুচি পাতা থেকে বিদ্যুৎ উৎপাদনের পন্থা আবিষ্কার করে দেশে আলোড়ন সৃষ্টি করেন।

এদিকে বশেফমুবিপ্রবিতে প্রথম হয়েছেন ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ও গবেষণা সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাছান। তালিকায় ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম, প্রভাষক (পদার্থবিদ্যা) সুজন কুমার মিত্র, গণিত বিভাগের সহকারী অধ্যাপক রিপন রায়, ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আরিফুল হক ও মো. সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মো. হুমায়ন কবির, ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. ফখরুল ইসলাম, সিএসই বিভাগের প্রভাষক মুহাম্মদ হাসান, গণিত বিভগের সহকারী অধ্যাপক ড. মুহম্মদ শাহজালাল, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক সুমিত কুমার পালের নামও রয়েছে। 

বিশ্বসেরা গবেষকের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. কামরুল আলম খান।