আইনজীবীদের রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তা না হলে মানুষের কষ্ট আরও বাড়বে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মানবাধিকার সুরক্ষায় প্যানেল আইনজীবীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, যে সব আইনজীবীরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তারা যদি একে অপরকে শ্রদ্ধা করতে না পারেন। কোনটা মানবাধিকার লঙ্ঘন সেটা বুঝতে না পারেন, তাহলে এ দেশের মানুষের আরও অনেক কষ্ট হবে। আমি আশা করব সবাই এ বিষয়টি অনুধাবন করবেন। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হবেন। তা না হলে বাংলাদেশে কোনদিনই একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা পাবে না।
প্রধান বিচারপতি বলেন, আইনজীবীরা কমিশনের পক্ষে মানবাধিকার লঙ্ঘনের শিকার অসহায় ও দরিদ্র ভুক্তভোগীদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করছে, এটা প্রশংসনীয়। তবে সম্প্রতি কিছু ঘটনায় চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে। রাজনৈতিক নেতার যেমন মানবাধিকার আছে। রাজনৈতিক কর্মীরও তেমন মানবাধিকার আছে। আর রাস্তায় যারা আন্দোলন করে তাদেরও মানবাধিকার আছে। এ বিষয়টি মাথায় রাখতে হবে।