সময়ের জনমাধ্যম

একাশিতে বাইডেন: তীক্ষ্ণ-অনন্য, কখনো বিভ্রান্তি ফাঁদে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে যারা কর্মক্ষেত্র বা দরজার আড়ালে দেখেছেন প্রত্যেকে তাকে দ্বৈত আচরণের ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন।সাধারণত তিনি তীক্ষ্ণ ও নিবদ্ধ। বিশেষ করে সন্ধ্যার পরে কখনো তাকে এলোমেলো লাগে, কথার মধ্যে বাক্য শেষ না করেই অন্য বিষয়ে চলে যান। নীতিমালার সূচারু পয়েন্টগুলো উপলব্ধি করতে পারেন না। মাঝেমাঝে ব্যক্তির নাম ভুলে যান। শূণ্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন, ঘরের ভিতর অসংলগ্ন পাঁয়চারি করতে থাকেন।

বাইডেনের মনোযোগ হারানোর ব্যাপারটি তার বয়স অনুযায়ী অস্বাভাবিক নয়। কিন্তু তিনি যখন আরো চার বছরের জন্য হোয়াইট হাউসে থাকতে চাইছেন, তখন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ট ট্রাম্পের সাথে হতাশাজনক বির্তকের পর তা নতুন চিন্তার উদ্রেক করেছে। যখন প্রেসিডেন্টকে ফ্যাকাশে দেখাচ্ছে, কথা না বলে তিনি শূন্য দৃষ্টিতে কিছু দেখছেন। ঘরের মধ্যে ধীরে চলাচল করছেন উদ্দেশ্যহীনভাবে।  

তবে হোয়াইট হাউসের প্রচার সম্পাদক কারিন জিন পিয়েরে জানিয়েছেন, প্রচার থেকে সরে যাওয়া কোনও ইচ্ছা নেই বাইডেনের। ওই বিতর্কের একদিন পর নর্থ ক্যারোলিনার সমাবেশে বাইডেনের কণ্ঠ ছিল জোরদার, তীক্ষ্ণ দৃষ্টি, কথায় ছিল আত্মবিশ্বাস।