সময়ের জনমাধ্যম

উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা দরকার: প্রধানমন্ত্রী

সরকারের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গেলে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, ২০১৪ সালে নির্বাচন বানচালের চেষ্টার মধ্যে আওয়ামী লীগ জনগণের ভোটে সরকার গঠন করে। মনুষ্যসৃষ্ট দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে আমরা এগিয়ে চলেছি। 

মঙ্গলবার সকালে গণভবন থেকে ১৫৭ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া আওয়ামী লীগ কখনও সরকারে আসেনি।   

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের গণতন্ত্র সুসংহত করেছে আওয়ামী লীগ সরকার। জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি।

সরকারপ্রধান বলেন, আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। প্রযুক্তি শিক্ষার ওপর আমাদের সরকার জোর দিয়েছে।