কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে প্রথমবার ভোট দিচ্ছেন জগন্নাথের শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর কেটে গেছে দুই দশক। সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী (জকসু) সংসদের প্রথম নির্বাচন হচ্ছে আজ। সকালে থেকে উৎসবের আমেজে চলছে ভোটগ্রহণ।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বেলা ৩টা পর্যন্ত চলবে।
তীব্র শীতের মধ্যেই নগরীর বিভিন্ন এলাকা থেকে এসে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। প্রথমবার ভোট দিয়ে তারা উচ্ছ্বসিত। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল সংসদ নির্বাচনেও ভোটগ্রহণ হচ্ছে। বাংলা বিভাগে বজলুর রহমান মিলনায়তনের দুই কক্ষে ভোট গ্রহণ শুরু হয় ৫০ মিনিট দেরিতে।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আসাদুল্লাহিল গালিব বলেন, ‘মূলত বাংলা বিভাগের জন্য দুটি কক্ষ দেওয়া হয়েছে। কিন্তু প্রাথমিকভাবে একটি কক্ষের জন্য সরঞ্জাম দেওয়া হয়েছিল। পরে কর্তৃপক্ষকে জানালে তারা প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার পর ভোট নেওয়ার জন্য প্রস্তুত হতে একটু সময় লেগে যায়।’
শুরুতে কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের ভালো উপস্থিতি দেখা গেলেও বেলা ১১টার পর ভিড় অনেকটা কমে আসে। সকালে ভোট দিতে আসা একাধিক শিক্ষার্থী জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ভোট। কাজেই আনন্দ উচ্ছ্বাস বেশি। সুষ্ঠু ভোটের মাধ্যমে যারাই দায়িত্বে আসবে, তাদের স্বাগত জানাতে চান তারা।
শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে প্রথম ভোট দেওয়া তাদের কাছে স্বপ্নের মত। আবার, কেউ কেউ আশা প্রকাশ করেছেন, প্রার্থীরা তাদের এ ভোটের যথাযথ মর্যাদা দেবে।
এই নির্বাচন হওয়ার কথা ছিল ৩০ ডিসেম্বর। কিন্তু সেদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভোট এক সপ্তাহ পিছিয়ে যায়।
এই নির্বাচনের মাধ্যমে সাড়ে ১৬ হাজার ৬৪৫ জন শিক্ষার্থীর ভোটে এক বছরের জন্য কেন্দ্রীয় সংসদ গঠিত হবে। জকসুর ২১টি পড়ে জয় পেতে চারটি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ১৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


















