বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সব ধরনের গণসহিংসতা প্রতিরোধের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার এক বিবৃতিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, ‘আমরা সব হিংসা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং সম্পত্তি ধ্বংসের তীব্র নিন্দা জানাই।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি আমাদের দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যখন আমরা একটি ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তর করছি। যারা বিশৃঙ্খলার ওপর সাফল্য অর্জন করে এবং শান্তিকে প্রত্যাখ্যান করে, তাদের দ্বারা আমরা এটিকে লাইনচ্যুত হতে দিতে পারি না এবং উচিত নয়।’
এতে বলা হয়, ‘আসন্ন নির্বাচন ও গণভোট নিছক রাজনৈতিক মহড়া নয়, একটি দৃঢ় জাতীয় প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি শহীদ শরিফ ওসমান হাদির স্বপ্ন থেকে অবিচ্ছেদ্য। তার ত্যাগ ও স্মৃতিকে সম্মান জানানোর জন্য সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যান করার অবিচল প্রতিশ্রুতি দাবি করে।’
দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজের সাংবাদিকদের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের বার্তা, ‘আমরা আপনাদের পাশে আছি। আপনি যে সন্ত্রাস ও সহিংসতা সহ্য করেছেন তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। সন্ত্রাসের বিরুদ্ধে আপনার সাহস ও সহনশীলতা জাতি প্রত্যক্ষ করেছে। সাংবাদিকদের ওপর হামলা মানে সত্যের ওপর হামলা। আমরা আপনাকে পূর্ণ ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিচ্ছি।’
এছাড়া, ময়মনসিংহে এক হিন্দু সম্প্রদায়ের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে সরকার। সরকার বলেছে, ‘নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনও জায়গা নেই। এই জঘন্য অপরাধের অপরাধীদের ছাড় দেওয়া হবে না। এই সংকটময় মুহূর্তে সহিংসতা, উসকানি ও ঘৃণা প্রত্যাখ্যান এবং প্রতিরোধ করে শহীদ হাদিকে সম্মান জানানোর জন্য আমরা প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি।’
এদিকে, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে উগ্র গোষ্ঠীর হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এতে বলা হয়, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, “আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।”
বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে।
টেলিফোনে আলাপকালে সম্পাদকদের ও সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। খুব শিগগিরই এই সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।