সময়ের জনমাধ্যম

উইকেট পতনের জেরে রাবিতে আম্পায়ারের ওপর হামলা

রান আউটের জের‌ ধরে আম্পারের ওপর হামলা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থীরা। সোমবার বিকেলে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল শেষে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এ ঘটনা ঘটেছে। আহত আম্পায়ারের নাম খুরশিদ আলম সুইট। তিনি রাজশাহী জেলা আম্পায়ার এসোসিয়েশনের সদস্য।  

প্রতক্ষদর্শীরা জানায়, নির্ধারিত ২০ ওভারে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ ৯ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত সময়ে ৮ উইকেট হারিয়ে গণিত বিভাগ ১০৬ রান সংগ্রহ করে হেরে যায়‌। রান আউটে গণিত বিভাগের তৃতীয় উইকেটের পতন হয়। এ উইকেটের জের ধরেই খেলা শেষে আম্পায়ারের ওপর হামলা করে গণিত বিভাগের ১০ থেকে ১২ জন শিক্ষার্থী‌। পরে মাঠে উপস্থিত অন্যরা হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তার বলেন, সুষ্ঠু তদন্ত করে, কারা আক্রমণ করেছে সেটি খতিয়ে দেখা হবে। আমার বিভাগের যতজন শিক্ষার্থীকে দোষী পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

আন্তঃবিভাগ গেমস সাব কমিটির সভাপতি অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, উপাচার্য স্যারকে আমরা সুপারিশ করেছি, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়া হয়। তিনি আশ্বস্ত করেছেন, শীঘ্রই দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে। 

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। গেমস সাব কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।