ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়।
দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, অধ্যাপক ড. মোঃ আলীনূর রহমান, অধ্যাপক ড. মোঃ তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান, অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, অধ্যাপক ড. মোঃ রশিদুজ্জামানসহ শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।
পরে উপাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় মসজিদের সামনের চত্বরে বৃক্ষরোপণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।