সময়ের জনমাধ্যম

ইসরায়েলের পাশে অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র

ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল আলোচনা শুরু হয়েছে। শনিবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে রোববার সকাল নাগাদ যুক্তরাষ্ট্র একটি ঘোষণা দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন হোয়াইট হাউসের ওই কর্মকর্তা।

তবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে স্পিকার ম্যাককার্থি সরে যাওয়ায় নেতৃত্বশূন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অস্ত্র সহায়তার বিষয়টি জটিলতা তৈরি করতে পারে। এর আগে শনিবার ভোরে হঠাৎ করে ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের হামলার পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়ার ঘোষণা দেয়।

শনিবার ভোরের হামাসের হামলায় ইসরায়েলের ৩০০ জন নিহতের কথা জানা গেছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি বোমা হামলায় ২৩০ জন নিহতের তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অপরিবর্তিত রয়েছে।’

এদিকে হামাসের আকস্মিক হামলার নেপথ্যে ইরানের ইন্ধন রয়েছে কিনা তা এখনই বলার সময় আসেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘ইরান হামাসের বৃহৎ পরিসরে এবারের হামলার সঙ্গে ‘সরাসরি জড়িত’ কিনা তা এখনই বলার সময় আসেনি। তবে হামাস যে ইরানের অর্থায়নপুষ্ট তা নিয়ে কোনও সন্দেহ নেই।’