ইরানে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত

ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারি নিরাপত্তা বাহিনীর অন্তত শতাধিক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
দেশটির পার্লামেন্টের স্পিকার হুঁশিয়ারি দিয়েছেন, ওয়াশিংটন ইসলামি প্রজাতন্ত্রে হামলা চালালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে বিরুদ্ধে পাল্টা হামলা চালানো হবে।
আল জাজিরা জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রোববার জানায়, ইসফাহান প্রদেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছেন।
আইন প্রয়োগকারী বাহিনীর বিশেষ ইউনিটের কমান্ডার জানান, গত ৮ ও ৯ জানুয়ারি বিভিন্ন শহরে দাঙ্গা দমন অভিযানে নিরাপত্তা বাহিনীর আরও আট সদস্য নিহত হন।
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, দেশজুড়ে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ১০৯ জন সদস্য নিহত হয়েছেন।
অন্যদিকে, ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, গোলেস্তান প্রদেশের রাজধানী গোরগানে তাদের একটি ত্রাণ ভবনে হামলার ঘটনায় সংস্থাটির এক সদস্য নিহত হয়েছেন।
আল জাজিরা বলছে, এই পরিসংখ্যান এমন এক সময়ে সামনে এলো, যখন সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ দমনে তৎপরতা জোরদার করেছে ইরানি কর্তৃপক্ষ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ‘দাঙ্গা’ ধীরে ধীরে কমে আসছে। তবে অ্যাটর্নি জেনারেল সতর্ক করে বলেছেন, সহিংসতায় জড়িতদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

















