ইরানে চলমান সহিংসতায় নিহত প্রায় দুই হাজার

ইরানে চলমান সহিংসতায় নিরাপত্তা কর্মকর্তাসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা।
এই প্রথমবারের মতো ইরান কর্তৃপক্ষ দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ দমনাভিযানে এই বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করল।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি কর্মকর্তা দাবি করেছেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর জন্য ‘সন্ত্রাসীরা’ দায়ী।
তবে নিহতদের মধ্যে কয়জন সাধারণ নাগরিক আর কয়জন নিরাপত্তা বাহিনীর সদস্য, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
গত ২৮ ডিসেম্বর, রাজধানী তেহরানের কয়েকটি বাজারে ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। পরে তা ছড়িয়ে পড়ে দেশজুড়ে। মূল্যবৃদ্ধি, তীব্র মুদ্রাস্ফীতি, রিয়ালের দরপতন- সব মিলিয়ে ক্ষুব্ধ তরুণ জনগোষ্ঠী ও সাধারণ মানুষ রাস্তায় নামতে থাকে।
গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতির আরও অবনতি হয়। ইরানের নির্বাসিত শেষ শাহ এর ছেলে রেজা পাহলভির সরকারের বিরুদ্ধে আরও জোরালো প্রতিবাদের ডাক দেওয়ার পরই রাস্তায় নামে লাখো মানুষ।


















