সময়ের জনমাধ্যম

ইবি উপাচার্যের অডিও ফাঁসের জেরে তিন পদের নিয়োগ বোর্ড স্থগিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনায় নিয়োগ বোর্ডের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের তিনটি গুরুত্বপূর্ণ পদের নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে গেল।

রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিতব্য “মেডিক্যাল অফিসার” পদ, আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের “প্রভাষক” পদ এবং বেলা ১১টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের “সহকারী অধ্যাপক” পদের নিয়োগ নির্বাচনী বোর্ড অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। এ সকল পদগুলোর নিয়োগ নির্বাচনী বোর্ডের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার ‘ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ নামের দুটি ফেইসবুক আইডি থেকে অগ্রিম চাকরির প্রশ্নফাঁস ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারির নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভিসির একাধিক অডিও ক্লিপ ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।