ইবির নতুন ‘লক্কর ঝক্কর’ ডাবলডেকার বাস নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ


ইবির নতুন ‘লক্কর ঝক্কর’ ডবলডেকার বাস নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন বহরে যুক্ত হয়েছে চারটি ডবলডেকার বাস। শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে এসব বাস ভাড়া নেওয়া হয়েছে। তবে এগুলো পুরোনো ও ত্রুটিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীরা হাতাশা প্রকাশ করেছেন।
রোববার দুপুরে প্রশাসন ভবন চত্বরে বাসগুলোর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ইবির পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মনজুরুল হক এবং বিআরটিসি পাবনা বাস ডিপোর ডিজিএম প্রকৌশলী মনিরুজ্জামান বাবু।
উদ্বোধনের পর তারা এসব বাসে চড়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
এদিকে, ত্রুটিপূর্ণ বাস বহরে যুক্ত করায় সমালোচনা করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, বাসগুলোর কোথাও বডি ভাঙা, কোথাও সামনের গ্লাস ও জানালায় জোড়া-তালি দেওয়া রয়েছে। তারা বলেন, ‘আমরা নতুন বাসের প্রত্যাশা করেছিলাম, কিন্তু উদ্বোধন হলো পুরোনো ভাড়াকৃত বাসের।’
এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘২০১৯ সালে ৯টি বাস এবং আজকের চারটি মিলিয়ে বর্তমানে বিআরটিসির ১৩টি বাস ইবির পরিবহন পুলে যুক্ত হলো। বিআরটিসি চেয়ারম্যান জানিয়েছেন, আপাতত রিফাইন্ড বাস দেওয়া হলেও নতুন বাস এলে পর্যায়ক্রমে প্রতিস্থাপন করা হবে।’
বিআরটিসি পাবনা বাস ডিপোর ডিজিএম প্রকৌশলী মনিরুজ্জামান বাবু বলেন, ‘উপাচার্যের অনুরোধে দ্রুত সময়ে আমরা চারটি বাস সরবরাহ করেছি। চালকদের প্রশিক্ষণ, অগ্নিনির্বাপক যন্ত্র, ফ্যান-লাইট এবং যাত্রীসুবিধা উন্নত করার জন্য আগামী এক মাসের মধ্যে বাসগুলো সংস্কার করা হবে।’
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘অবস্থানগত কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ে পরিবহনের উপর নির্ভরতা বেশি। শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতেই বাসগুলো সংযোজন করা হয়েছে। আবাসন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা পরিবহন ব্যবস্থা উন্নত করতে থাকব। নতুন বাস আসার সুযোগ তৈরি হলে এগুলো প্রতিস্থাপন করা হবে।’
বর্তমানে ইবির পরিবহন বহরে মোট ৬০টি বাস রয়েছে। এর মধ্যে নিজস্ব ২৪টি এবং ভাড়াকৃত ৩৬টি। সর্বশেষ সংযোজনসহ শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ডাবলডেকার বাসের সংখ্যা দাঁড়াল ১৩টি।