সময়ের জনমাধ্যম

ইবির ‘ডি’ ইউনিটের পরীক্ষায় পাশের হার ৮০ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ২ হাজার ১১ জন এর মধ্যে ১ হাজার ৬০৮ জন পাশ করেছেন যা মোট পরীক্ষার্থীর ৮০ শতাংশ।

সোমবার (৫ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফলের তিনটি মেধা তালিকা 
প্রকাশ করা হয়। এতে সর্বোচ্চ ১০৩ নম্বর পেয়ে প্রথম হয়েছেন চুয়াডাঙ্গার বিপ্লব হোসেন। তার রোল নম্বর ডি-১৯৫৭।

মোট ৩২০টি আসনের বিপরীতে ৯৬০ জনের মোট তিনটি তালিকা প্রকাশ করা হয়েছে। তৃতীয় মেধা তালিকার সর্বনিম্ন নম্বর ৭১.৪০ (জিপিএসহ)। পাশ করা শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তির সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও ভর্তি পরীক্ষার ফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এর আগে, পাঁচ জুন দুপুর ১২ টা থেকে একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনে ডি ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়।