সময়ের জনমাধ্যম

ইবিতে র‍্যাগিং প্রতিরোধে লোক প্রশাসন বিভাগের আলোচনা সভা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনার অংশ হিসেবে এ্যান্টি র‍্যাগিং কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় লোক প্রশাসন বিভাগের উদ্যাগে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২০৪ নং কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ. কে. এম. মতিনুর রহমান, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মেদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. জুলফিকার হোসাইন, অধ্যাপক ড. গিয়াসউদ্দিন।

এছাড়াও জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনার ফোকাল পয়েন্ট ও উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাস, লোক প্রশাসন বিভগের কর্মকর্তা, কর্মচারীসহ অন্যান্য বিভাগ, অফিসের কর্মকর্তা এবং বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আরিফা ইসলাম ভাবনা।

প্রধান আলোচক হিসেবে অধ্যাপক ড. মোহাম্মেদ আসাদুজ্জামান শিক্ষার্থীদের র‍্যাগিং বিষয়ক করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, মানব জীবন হচ্ছে দ্বোতলা ঘরের ন্যায়। নীচ তলা জীবাত্মা, উপর তলা পরম-আত্মা। নীচ তলা থেকে উপর তলায় উঠতে সিঁড়ি লাগে আর সে সিঁড়িটা হচ্ছে শিক্ষা। এ শিক্ষা ধর্মীয় শিক্ষা, কারিকুলাম, একাডেমিক শিক্ষা ইত্যাদি বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে শিখতে পারি তাহলে অবশ্যই র‍্যাগিং দূরীভূত হবে।