সময়ের জনমাধ্যম

ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি

টানা ছয়দিনের মাথায় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনার প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডল ৫০০৯নং স্মারকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে প্রতিবেদনটি জমা দিয়েছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে তদন্ত কমিটির সদস্য সচিব ও একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মো: আলীবদ্দীন খান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন। 

এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য সচিব আলীবদ্দীন খান জানান, আমরা বিভিন্ন তথ্য প্রমাণাদি যাচাই বাছাই করে প্রতিবেদন প্রস্তুত করেছি। আজ এটি রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছি।

এই বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ছয় কর্ম দিবসেই প্রতিবেদন জমা হয়েছে। আমরা এটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে পাঠাব। সুপ্রিম কোর্ট যা নির্দেশনা দিবেন তা আমরা পালন করব।