সময়ের জনমাধ্যম

ইতিহাস গড়ার ম্যাচে বৃষ্টির আশঙ্কা

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়, আজ পাল্লেকেলেতে সিরিজের শেষ ম্যাচ। টাইগারদের সামনে স্বপ্ন পূরণের হাতছানি, তবে বাধা হয়ে দাঁড়াতে পারে পাল্লেকেলের বিষণ্ণ আকাশ।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। দুপুরের পর থেকে আর্দ্রতা বাড়বে, বিকেলে আকাশ থাকবে ঘন মেঘে ঢাকা। আকুওয়েদার জানিয়েছে, দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হলেও, আর্দ্রতার কারণে তাপমাত্রা আরও বেশি অনুভূত হতে পারে।

পাল্লেকেলেতে বৃষ্টি নতুন কিছু নয়। সম্প্রতি বেশ কয়েকটি  ম্যাচে বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হয়েছে। গত নভেম্বরে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ পরিত্যক্ত হয়েছিল এই মাঠেই। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচেও কার্টেল ওভারে খেলা হয় বৃষ্টির কারণে।

চোটের কারণে নাজমুল হোসেন শান্ত যদি খেলতে না পারেন, তবে সুযোগ পেতে পারেন মোহাম্মদ নাঈম। পেস বিভাগে পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট, হাসান মাহমুদের জায়গায় ফিরতে পারেন তাসকিন আহমেদ।

এই মাঠে টস জেতা দল সাধারণত পরে ব্যাট করতেই পছন্দ করে। সময়ের গড়ানোর সাথে সাথে ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে যায় পাল্লেকেলের উইকেট। প্রথম ইনিংসে গড় স্কোর ২৪২ হলেও দ্বিতীয় ইনিংসে লক্ষ্য তাড়া করা সহজ এই মাঠে।

গত এক দশকে মাত্র একবার, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ হেরে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আজ সেই ইতিহাসে নতুন মাত্রা যোগ করার সুযোগ। তবে সবকিছু নির্ভর করবে আবহাওয়ার ওপর। 

শেষ হাসি কে হাসবে? বাংলাদেশ, শ্রীলংকা নাকি বৃষ্টি? উত্তর মিলবে পাল্লেকেলের মাঠে।