সময়ের জনমাধ্যম

ইতিহাসের হাতছানি জকোভিচের সামনে

ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল পুরুষদের টেনিসের শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ ও তৃতীয় বাছাই নোভাক জকোভিচের। এমন ম্যাচ নিয়ে আগ্রহ থাকেই। তবে লাল মাটির কোর্টে এই ম্যাচটির দিকে আগ্রহের মূল কারণ ছিলো দুই প্রজন্মের দুই শীর্ষ তারকার লড়াই বলে। সে লড়াইয়ে অভিজ্ঞতার কাছে তারুণ্যের হার হলেও, রোঁলা গারোয় ম্যাচটি দেখতে আসা দর্শকরা দারুণ এক স্মৃতি নিয়েই বাড়ি ফিরেছেন সেটা নিশ্চিত। ৩-১ সেটে আলকারেজকে হারিয়ে ফাইনালে উঠেছেন জকোভিচ।

ম্যাচের শুরুতেই দাপট দেখান জকোভিচ। প্রথম সেটে ৬–৩ গেমে হারান আলকারাজকে। তবে দ্বিতীয় সেটে খেল জমিয়ে তোলেন এই স্প্যানিয়ার্ড। দুর্দান্ত লড়াই করে ৭–৫ গেমে জয় তুলে নিয়ে সমতায় ফেরেন। তবে তৃতীয় সেটের শুরুতেই চোটে পড়েন আলকারাজ। চিকিৎসা নিয়ে আবার খেলা চালিয়ে গেলেও ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। ৬–১ ব্যবধানে পরের দুই সেট জিতে নেন সার্বিয়ান তারকা।

তবে হারলেও ম্যাচ শেষে প্রতিপক্ষের জন্য প্রশংসা ঝড়েছে জকোভিচের কণ্ঠে। মাত্র ২০ বছর বয়সী এই তারকা বিপক্ষে ম্যাচটিতে চাপে ছিলেন বলে উল্লেখ করেন তিনি। তবে আলকারেজের সামনে একটি সুন্দর ক্যারিয়ার অপেক্ষা করছে বলে তাকে শুভকামনা জানান তিনি।

এ নিয়ে সপ্তমবারের মতো ফ্রেঞ্চ ওপেন ফাইনালে উঠলেন জোকোভিচ। ফাইনালে তার সামনে রয়েছে এককভাবে পুরুষদের টেনিসের রাজার মুকুট মাথায় তোলার। ক্যারিয়ারে ২২টি গ্রান্ড স্লাম জিতেছেন নোভাক জকোভিচ। যা রাফায়েল নাদালের সাথে যৌথভাবে সর্বোচ্চ। ফাইনালের বাঁধা উতরাতে পারলে নাদালকে ছাড়িয়ে সে রেকর্ডের মালিক হয়ে যাবেন তিনি।

Reendex

Must see news