ইউরো ফাইনালে স্পেন-ইংল্যান্ড, বিশ্বকাপের রি-ম্যাচে উত্তেজনার ঝড়


নারী ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও ইংল্যান্ড আজ মুখোমুখি হতে যাচ্ছে ২০২৫ ইউরো ফাইনালে। ভেন্যু সুইজারল্যান্ডের সেন্ট জ্যাকব পার্ক, সময় রাত ১০টা। ম্যাচটি যেন ২০২৩ নারী বিশ্বকাপ ফাইনালেরই রি-ম্যাচ—যেখানে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।
তবে এবার চিত্র কিছুটা ভিন্ন। ইংল্যান্ড ইউরোর শিরোপা ধরে রাখার মিশনে, আর স্পেনের সামনে ইতিহাস গড়ার হাতছানি—বিশ্বকাপ ও নেশন্স লিগ জয়ের পর ইউরো জিতলে সর্বশেষ খেলা তিন মেজর ট্রফি জয়ের দুর্লভ কীর্তি ছুঁয়ে ফেলবে তারা।
পুরনো হিসেব, সামনে নতুন যুদ্ধ
দুই দল এর আগেও ইউরোর চূড়ান্ত পর্বে তিনবার মুখোমুখি হয়েছে। ২০১৩-তে জিতেছিল স্পেন (৩-২), ২০১৭ ও ২০২২-এ জবাব দিয়েছিল ইংল্যান্ড। বিশেষ করে ২০২২ সালের ইউরো কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনকে ২-১ গোলে হারিয়ে শিরোপার পথে এগিয়ে গিয়েছিল ‘লায়নেস’রা।কিন্তু সময় বদলেছে। ২০২৪ সালের উয়েফা উইমেন্স নেশন্স লিগে ইংল্যান্ডের বিপক্ষে স্পেনের জয় পরাজয়ের সমতা। ফেব্রুয়ারিতে ওয়েম্বলিতে হেরে গেলেও জুনে ঘরের মাঠে জোড়া গোলে জিতেছিল স্পেন। সেই জয়ের সুবাদেই তারা নেশন্স লিগের শিরোপাও ঘরে তোলে।
ফর্ম ও পরিসংখ্যান—কে কাকে ছাড়িয়ে?
স্পেনের সাম্প্রতিক পারফরম্যান্স চমকপ্রদ। শেষ ১০ ম্যাচে শতভাগ জয়, প্রতিপক্ষকে বিধ্বস্ত করে ফাইনালে উঠে আসা। তবে সর্বশেষ হার ছিল ইংল্যান্ডের বিপক্ষেই, নেশন্স লিগে।
ইংল্যান্ড কোচ সারিনা ওয়েগম্যান বলেন,
‘ফাইনাল খেলা সব সময় বিশেষ কিছু। আমি গর্বিত যে আবারও আমরা সেখানে জায়গা করে নিয়েছি।’
অন্যদিকে স্পেন কোচ মন্টসেরাট তোমে আত্মবিশ্বাসী কণ্ঠে জানান,
‘আমরা যেটা করছি, সেটা আমরা উপভোগ করি। আমরা আমাদের সর্বোচ্চটাই দিতে প্রস্তুত।’
অপটা সুপার কম্পিউটার বলছে, স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা: ৫১.৫% ইংল্যান্ডের সম্ভাবনা, ৪৮.৫% এটিই স্পেনের প্রথম ইউরো ফাইনাল হলেও তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। অন্যদিকে ইংল্যান্ড টানা তিনটি বড় প্রতিযোগিতার ফাইনালে উঠেছে এর আগে এমন কীর্তি আছে কেবল জার্মানি ও নরওয়ের।
আজকের ম্যাচটা শুধু একটা ট্রফির লড়াই নয়—এটা দুই দল, দুই দর্শন ও পুরনো প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায়।