ইউক্রেন যুদ্ধ নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আয়োজনের প্রস্তাব দিয়েছে জার্মানি।
গতকাল শনিবার জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মাৎর্স জানান, গুরুত্বপূর্ণ এই আলোচনা ইউরোপেই অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, ‘আমার মনে হয় একটি ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। তারিখ ও স্থান এখনো ঠিক হয়নি। ইউরোপেই আলোচনার প্রস্তাব আমাদের।’
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম থেকে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ২২ আগস্টের মধ্যে এই ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন আয়োজন করতে আগ্রহী। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইউরোপীয় নেতাদের কাছে এই পরিকল্পনার কথা জানান। এর আগে আগামীকাল সোমবার ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের কথা রয়েছে।
এই প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।