সময়ের জনমাধ্যম

ইউক্রেনের পুনর্গঠনে ৩০০ কোটি ডলার দেবে যুক্তরাজ্য

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনে সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, রাশিয়ার সাথে যুদ্ধে অবকাঠামো, অভ্যন্তরীণ পুনর্গঠন ও অর্থনীতির গতি ফেরাতে আগামী তিন বছরে দেশটিকে ৩০০ কোটি ডলার সহায়তার প্রদানের কথা জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

আজ থেকে লন্ডনে শুরু হয়েছে ইউক্রেনের পুনর্গঠনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০২৩। ৬১ দেশের এক হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন এই সম্মেলনে। প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, বেসরকারি খাতে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে পৃথক ফ্রেমওয়ার্ক চালু করবেন তিনি। যাতে ইউক্রেনের ভবিষ্যতের চাহিদা মেটানো সম্ভব হয়।

রাশিয়ার সাথে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য। গত মার্চেও ইউক্রেনকে যুদ্ধযানসহ বিপুল পরিমাণ সামরিক সহায়তা পাঠানো হয়। ব্রিটিশ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অ্যানাবেল গোল্ডি জানান, ‘চ্যালেঞ্জার টু’ যুদ্ধট্যাংকের পাশাপাশি
সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ডিপ্লিটেড ইউরেনিয়াম পাঠাবে ইউক্রেনে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু পর যুক্তরাজ্য ৩৪ কোটি ৭০ লাখ ডলারের সহায়তা দিয়েছে।