সময়ের জনমাধ্যম

ইংলিশ ফুটবলের শীর্ষ আসরে বার্নলি, হেরেছে হামজার শেফিল্ড

শেফিল্ড ইউনাইটেডের স্বপ্ন ছিল ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে ওঠার। কিন্তু মাঠে নেমে হোঁচট খেতে হলো দলটিকে। টার্ফ মুরে গুরুত্বপূর্ণ ম্যাচে বার্নলির কাছে ২-১ গোলে হেরে গেছে হামজা চৌধুরীর দল। এই জয়ের মধ্যদিয়ে প্রিমিয়ার লিগে ফেরা নিশ্চিত হয়েছে বার্নলির। একই দিনে লিডস ইউনাইটেডও স্টোক সিটিকে ৬-০ গোলে উড়িয়ে শীর্ষ লিগে জায়গা পেয়েছে।

সোমবার টার্ফ মুরের ম্যাচে বার্নলির জয়ের নায়ক ছিলেন জোশ ব্রাউনহিল। ম্যাচের ২৮ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন তিনি। যদিও ৩৭ মিনিটে শেফিল্ডকে সমতায় ফেরান থমাস ক্যানন। তবে বিরতির আগে, ৪৪ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্রাউনহিল ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন। এরপর শেফিল্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি।

ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে খেলতে হলে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকতে হয়। দুই ম্যাচ হাতে রেখেই লিডস ও বার্নলি তাদের জায়গা নিশ্চিত করে ফেলেছে। ৪৪ ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে লিডস এখন শীর্ষে। অন্যদিকে, বার্নলির সংগ্রহও সমান ৯৪ পয়েন্ট। শেফিল্ড ইউনাইটেডের পয়েন্ট ৮৬, ফলে বাকি দুই ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৯২। যা লিডস ও বার্নলিকে ছোঁয়ার জন্য যথেষ্ট নয়।  

তবে শেফিল্ড ইউনাইটেডের প্রিমিয়ার লিগে ফেরার আশার প্রদীপ এখনো নিভে যায়নি। চ্যাম্পিয়নশিপে তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা দলগুলো প্লে-অফে খেলবে, যেখান থেকে একটিমাত্র দল প্রিমিয়ার লিগে সুযোগ পাবে। সেই প্লে-অফে খেলার সুযোগ আছে হামজাদের, যেখানে তাদের জিততে হবে টানা দুই ম্যাচ। তবে কারা হবে প্রতিপক্ষ, সেটি এখনো নিশ্চিত না।