সময়ের জনমাধ্যম

আয়ারল্যান্ড সফরে ফিরছেন বুমরাহ, নতুন মুখ রিংকু

দীর্ঘ বিরতির পর ভারতীয় জাতীয় দলে ফিরছেন পেসার যশপ্রীত বুমরাহ। পিঠের অস্ত্রোপচারের কারণে প্রায় ১০ মাস মাঠের বাইরে ছিলেন এই বুমরাহ। ভারতের আয়ারল্যান্ড সফর দিয়ে আবারো নীল জার্সিতে মাঠে নামবেন তিনি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর খবর, অস্ত্রোপচার শেষে পুরো ফিট হয়ে উঠেছেন যশপ্রীত বুমরা। সেই সাথে আইরিশদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বুমরাহকে অধিনায়ক দ্বায়িত্ব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

গত বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন বুমরাহ। ইনজুরির কারণে খেলতে পারেন নি সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর পিঠের চোট সারাতে অস্ত্রোপচার করান ২৯ বছর বয়সী এই পেসার। এরপর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে আবার মাঠে ফেরার অপেক্ষায় তিনি।

সফল অস্ত্রোপচারের পর লম্বা পুনর্বাসনের শেষ ২ মাস বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে কাটিয়েছেন বুমরা। সেখানে ধীরে ধীরে বোলিংয়ের পরিমাণ বাড়িয়েছেন। সেখানে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন। ভারতের আয়ারল্যান্ড সফরের দলে ডাক পেয়েছেন আরেক পেসার প্রসিধ কৃষ্ণা। ২০২১ সালে ভারতের ওয়ানডে দলে অভিষেক হলেও প্রথমবার টি-টোয়েন্টি দলে ডাক পেলেন কৃষ্ণা।

আয়ারল্যান্ড সফরের সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলের নতুন মুখ রিংকু সিং। সর্বশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই ব্যাটসম্যান এরইমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। সবশেষ আইপিএলে ১৪ ইনিংসে ৫৯.২৫ গড় ও ১৪৯.৫৩ স্ট্রাইক রেটে ৪৭৪ রান করেছেন এই ব্যাটসম্যান। রিংকু ছাড়াও দলে ডাক পেয়েছেন ভারতের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটকিপার-ব্যাটসম্যান জিতেশ শর্মা।

Comments are closed.

Reendex

Must see news