সময়ের জনমাধ্যম

আসিয়ান সম্মেলনে রুবিও-লাভরভ বৈঠক

বিশ্ব রাজনীতির উত্তেজনাপূর্ণ সময়ে আজ মালয়েশিয়ায় বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আসিয়ান সম্মেলনের ফাঁকে এই দ্বিপক্ষীয় আলোচনার সময়ই ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া আরও তীব্র হামলা চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রুবিওর এটিই প্রথম এশিয়া সফর। তার এই সফর এমন সময় হচ্ছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ জোরদার করেছেন এবং বহু দেশের ওপর নতুন শুল্ক কার্যকর করেছেন।

যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কুয়ালালামপুরে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকেই রুবিও-লাভরভের এই বৈঠক হবে।

বৈঠকের আগের দিন, রাশিয়া কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন আহত হয়েছে। কিয়েভে বিস্ফোরণের শব্দ ও আলো পুরো রাতজুড়ে লক্ষ্য করা গিয়েছে।

এর আগে, মাত্র এক দিন আগে রাশিয়া ইউক্রেনে বড় পরিসরের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এ হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলেন এবং ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দেন।

মার্কো রুবিও ও সের্গেই লাভরভ এর আগে ফেব্রুয়ারিতে সৌদি আরবে সরাসরি সাক্ষাৎ করেছিলেন। এছাড়া বিভিন্ন সময়ে তাদের মধ্যে ফোনালাপ হয়েছে।

এদিকে উত্তর কোরিয়া ক্রমেই ইউক্রেন যুদ্ধে রাশিয়ার গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে উঠেছে। ইতোমধ্যে কুরস্ক অঞ্চলে রুশ সেনাদের সহায়তায় কয়েক হাজার উত্তর কোরিয়ান সেনা মোতায়েন করা হয়েছে। পিয়ংইয়ং থেকে মস্কোতে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র সরবরাহ অব্যাহত রয়েছে।

লাভরভ মালয়েশিয়া সফর শেষে উত্তর কোরিয়া সফরে যাবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক সময়ে রাশিয়া-উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের ধারাবাহিকতায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।