সময়ের জনমাধ্যম

আবুধাবিতে নদিমপুর প্রবাসীদের ফাতেহা-ই-ইয়াজদাহুম উদযাপন

আমিরাতে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমিরাতে বসবাসকারী চট্টগ্রামের রাউজান উপজেলার নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ এই আয়োজন করে।

শুক্রবার রাতে আবুধাবির আল আইনের সানাইয়াতে সংগঠনের সদস্য মোহাম্মদ সাহেদের ব্যবসা প্রতিষ্ঠানে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা এবং দুবাই বিজনেস ফোরামের সদস্য আলহাজ্ব মুহাম্মদ হাবিব উল্ল্যাহ চৌধুরী। সংগঠনের সিনিয়র সদস্য এম শাহেদ সারোয়ার এর পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন সিনিয়র সদস্য মাওলানা মুহাম্মদ ফজলুল আজিম ও সংগঠনের সিনিয়র সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফরিদ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ তামিম আল মারুফ। এরপর হামদ ও নাত পরিবেশন করেন মোহাম্মদ হিসাম আল মারুফ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ রেজাউল আজম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সদস্য হাসান চৌধুরী, আলতাফ উদ্দিন জনি এবং মোহাম্মদ শাহ আমান।

এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রেজাউল ইউছুফ চৌধুরী, কাজী মোহাম্মদ সোহেল, মোজাহেরুল হক, বাবর, আশরাফ, সাহেদ, হাসান মানিক, লিটন, খোকন, কেএম জাহেদ, আজিজ, জাহেদ হোসেন জনি, শওকত, জিল্লুল করিম, আসলাম, জিসান, আবু সৈয়দ, সরোয়ার, ফারুক, পারভেজ, সাইফুল, সাগর, কাদের ও আজিজসহ আরও অনেকে।

শেষপর্বে বিভিন্ন দেশে অবস্থানরত নদিমপুরের প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।