আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮১২, আহত হাজারো মানুষ


আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮শ’ ছাড়িয়েছে। এ পর্যন্ত ৮১২ জনের মৃতদেহ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। রোববার রাতের ভয়াবহ ভূমিকম্পে আহত হয়েছেন হাজারো মানুষ।
আফগানিস্তানের তালেবান সরকার প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এএফপিকে জানান, শুধু কুনার প্রদেশেই নিহতের সংখ্যা বেড়ে ৮০০ ও আহতের সংখ্যা আড়াই হাজার হয়েছে। নানগারহার প্রদেশে আরও ১২ জন নিহত ও ২৫৫ জন আহত হয়েছেন।
রোববার রাত স্থানীয় সময় ১১টা ৪৭ মিনিটে শক্তিশালী এই ভূমিকম্প জালালাবাদ এলাকায় আঘাত হানে।
বিবিসির নিউজআওয়ারকে আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কুনারের আসাদাবাদ এলাকার প্রাদেশিক হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক জানান, ‘হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। আমাদের তাঁবু দরকার। আমাদের ওষুধ দরকার। রেড ক্রস সহায়তা দিচ্ছে, কিন্তু আমাদের আরও সাহায্যের প্রয়োজন।’
ওই চিকিৎসক কুনার প্রদেশের বাসিন্দা। তিনি আরও জানান, তার ছোট হাসপাতালেই ২০০ জনেরও বেশি মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। কিছু দেশ এই দুর্যোগ পরিস্থিতিতে ত্রাণ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিলেও, ‘এখনও পর্যন্ত আমরা কিছুই পাইনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তালেবানের সাথে তাদের যেকোনো মতপার্থক্য দূরে সরিয়ে আফগানদের সাহায্য করা এবং সাহায্য পাঠানো।’
জাতিসংঘ মানবিক সংস্থার প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাটি দুর্গম এবং পাহাড়ি হওয়ায় মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।