আফগানিস্তানের টি–টোয়েন্টি স্কোয়াড, এশিয়া কাপে দাপট দেখাবে রশিদের ঘূর্ণি বাহিনী


আসন্ন টি–টোয়েন্টি এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। অধিনায়ক রশিদ খানের সঙ্গে ঘূর্ণি বাহিনীতে আরও আছেন নূর আহমেদ, মুজিব উর রহমান, এএম গজনফর ও মোহাম্মদ নবী। বলা যায় এটি টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী স্পিন অ্যাটাকিং ইউনিট।
গেল টি–টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের পর এশিয়ার দ্বিতীয় সেরা আফগানরা। যদিও ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত কোনও টি–টোয়েন্টিও খেলেনি রশিদ খানরা। গত এক বছরে তাদের একমাত্র টি–টোয়েন্টি সিরিজ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে, ২০২৪ সালের ডিসেম্বরে হারারেতে ২-১ ব্যবধানে স্বাগতিকদের হারায় তারা।
জিম্বাবুয়ের সেই সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার হযরতুল্লাহ জাজাই ও ব্যাটিং অলরাউন্ডার জুবাইদ আকবরি। রিজার্ভে পাঠানো হয়েছে বাঁহাতি স্পিনার নাঙ্গেয়ালিয়া খারোতেকে। দলে জায়গা পেয়েছেন টপ-অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান, অলরাউন্ডার শরাফুদ্দিন আশরাফ এবং রহস্য স্পিনার গজনফর।
‘বি’ গ্রুপে আফগানিস্তানের সঙ্গী বাংলাদেশ, হংকং ও স্বাগতিক শ্রীলঙ্কা। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তান তাদের অভিযান শুরু করবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে, হংকংয়ের বিপক্ষে, আবুধাবিতে ৯ সেপ্টেম্বর।
এশিয়া কাপের আফগানিস্তানের টি–টোয়েন্টি দলে যারা আছেন:
রশিদ খান (অধিনায়ক), রহমতুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আতাল, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, শরাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসহাক, মুজিব উর রহমান, এএম গজনফর, নূর আহমাদ, ফরিদ আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি।
রিজার্ভ: ওয়াফিউল্লাহ তারাখিল, নাঙ্গেয়ালিয়া খারোতে, আবদুল্লাহ আহমাদজাই।