আফগানিস্তানের কুনার প্রদেশে ছয় মাত্রার ভূমিকম্প: ২৫০ মানুষের প্রাণহানি, আহত পাঁচ শতাধিক


আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলের কুনার প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ২৫০ জন মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও ৫০০ এর বেশি। সোমবার দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে। এরপর অন্তত আরও তিনটি কম্পন হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২ এর মধ্যে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হয়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে কেবলমাত্র একটি গ্রামেই ৩০ জনের প্রাণহানির খবর জানা গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
এদিকে, আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, নানগারহার ও কুনার প্রদেশে ভূমিকম্পের কারণে আহত ১১৫ জনের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে স্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছিল, ভূমিকম্পে নানগারহার ও কুনার প্রদেশে ২০ জনের বেশি মারা গেছেন এবং ১১৫ জনের বেশি আহত হয়েছেন। রয়টার্স জানায়, শতাধিক মানুষ নিহতের আশঙ্কা রয়েছে।
ভূমিকম্পের প্রভাবে নুরগাল জেলার বেশ কয়েকটি গ্রাম মাটির নিচে চাপা পড়েছে। ওইসব এলাকায় অসংখ্য মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
টোলো নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওইসব জেলার বাসিন্দারা হতাহতদের উদ্ধারে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
ইতোমধ্যে তালেবান নিয়ন্ত্রিত কাবুলের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধার দলগুলো ভূমিকম্প কবলিত অঞ্চলে পৌঁছে গেছে। আহতদের এয়ারলিফট করে নানগারহার আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।