এক ওভারে পাঁচ উইকেট নিয়ে টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়েছেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ন্দানা। মঙ্গলবার বালিতে কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন ২৮ বছর বয়সী প্রিয়ন্দানা। টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল ইন্দোনেশিয়ার এই বোলারের প্রথম পাঁচ উইকেট শিকার।
তিনি এই কৃতিত্ব অর্জন করেন দ্বিতীয় ইনিংসের ১৬তম ওভারে। ডানহাতি এই গতিতারকা ওভারের প্রথম তিন বলেই হ্যাটট্রিক করেন। তিনি পরপর আউট করেন শাহ আব্রার হুসেইন, নির্মলজিৎ সিং ও চানথেউন রথানাককে। এরপর মংদারা সক ও পেল ভেন্নাক প্রিয়ন্দানার শিকার হন। তার ঝোড়ো বোলিংয়ে কম্বোডিয়া ১০৭ রানে অলআউট হয়ে যায়। ম্যাচে ইন্দোনেশিয়া ৬০ রানে জয়ী হয়।
তবে পুরুষদের ঘরোয়া টি–টোয়েন্টি ক্রিকেটে এর আগে দু'বার এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার নজির আছে। ২০১৩–১৪ মৌসুমে ভিক্টরি ডে টি–টোয়েন্টি কাপে ইউসিবি–বিসিবি একাদশের হয়ে আবাহনীর বিপক্ষে এক ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের আল–আমিন হোসেন। আরেকটি ঘটনা ঘটে ২০১৯–২০ মৌসুমের সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিফাইনালে, যেখানে কর্ণাটকের অভিমন্যু মিঠুন হরিয়ানার পাঁচ ব্যাটসম্যানকে এক ওভারে আউট করেন।