সময়ের জনমাধ্যম

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতায় ফাইনালে রাবি

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতায় ফাইনালে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠে তারা। বিকেল ৩ টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাথে ফাইনালে নামবে রাবির ছাত্রীরা।

এর আগে গত ৩ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয় আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল (ছাত্রী) প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ছাত্রীদের মোট ৬টি বিশ্ববিদ্যালয় অংগগ্রহণ করে। ক গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর খ গ্রুপে অংশ নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

এতে ক গ্রুপে চ্যাম্পিয়ন হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রানারআপ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর খ গ্রুপের চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রানারআপ হয় ইসলামী বিশ্ববিদ্যালয়।