দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন অ্যালবাম নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তাদের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসা সমগ্র’ গতকাল মঙ্গলবার (১৩ মে) প্রকাশ পেয়েছে। এই অ্যালবামে রয়েছে দশটি নতুন গান, যার কথা ও সুর করেছেন চিরকুটের প্রাণভোমরা শারমিন সুলতানা সুমি।
এর মাধ্যমে দেশ-বিদেশে থাকা চিরকুটের অসংখ্য শ্রোতাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব, ফেসবুক মিউজিকসহ সকল প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানগুলো গতকাল থেকেই শুনতে পারছেন শ্রোতারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিরকুট জানায়, তাদের ২৩ বছরের দীর্ঘ পথচলায় শ্রোতাদের ভালোবাসাই ছিল মূল শক্তি। সকল প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়া, নিয়মিত নতুন গান সৃষ্টি, পরিশ্রম ও একাগ্রতাই তাদের এগিয়ে চলার প্রেরণা জুগিয়েছে। ব্যান্ডের প্রতি তাদের অকুণ্ঠ নিষ্ঠা ও নিঃস্বার্থ ভালোবাসাই এর মূল ভিত্তি। তাই চিরকুট মনে করে, ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিছু নেই। এই ছোট্ট জীবনে ভালোবাসার ব্যাপ্তি অসীম। সেই অসীম ভালোবাসার নানা আঙ্গিককে কেন্দ্র করে দশটি গান নিয়ে শ্রোতাদের জন্য চিরকুটের বিশেষ উপহার ‘ভালোবাসা সমগ্র’।
শারমিন সুলতানা সুমি এই অ্যালবাম নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘অ্যালবাম মানে আমাদের ভাবনা ও কাজের প্রতিচ্ছবি। চিরকুট আমাদের ধ্যানের মতো। আশা করছি যারা আমাদের ভালোবাসেন, তারা সেই জায়গাটা অনুভব করতে পারবেন। আমাদের এই স্বতঃস্ফূর্ত নতুন বাংলা গানগুলো তাঁদের হৃদয়ে পৌঁছাবে।’
তিনি আরও বলেন, গত ২৩ বছরে চিরকুটের নিজস্ব একটি সঙ্গীতময় যাত্রা তৈরি হয়েছে এবং এই পথে অসংখ্য মানুষের দোয়া ও ভালোবাসা পেয়েছেন। সেই ভালোবাসার প্রতিদান গানে গানে দেওয়ার চেষ্টা করছেন তারা। সুমি বলেন, তারা অতি ক্ষুদ্র মানুষ এবং পৃথিবীতে ভালো কিছু করে যাওয়ার চেষ্টা করছেন।
এই অ্যালবামের একটি বিশেষ দিক উল্লেখ করে সুমি বলেন, বর্তমান চার সদস্য—প্রান্ত, দিব্যী, ইয়ার ও শুভ্র—তাদের জীবনের প্রথম পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম এটি। তাদের আনন্দ দেখে তিনি নিজেও আনন্দিত। সব মিলিয়ে ভালোবাসার বিভিন্ন রূপ এই অ্যালবামের গানগুলোতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে ভেতর থেকে আসা কথা ও সুর দিয়েই ব্যান্ডের সকলে অনেক পরিশ্রম ও যত্ন নিয়ে গানগুলো তৈরি করেছেন।
‘ভালোবাসা সমগ্র’ অ্যালবামের গানগুলো হলো—দামী, হিয়া, উত্তরে ভাল না, আগুন, ডাক, কেন তুমি এলে না, ভালোবাসি তোমায়, দিন যায়, অসুখ সেরে যায়, দরদী।
ইতোমধ্যেই ‘দামী’ শিরোনামের প্রথম গানটির ভিডিও প্রকাশের পর দারুণ সাড়া ফেলেছে। আরও দুটি গানের মিউজিক ভিডিও শিগগিরই প্রকাশ করবে ব্যান্ডটি।
অ্যালবামটির মিউজিক প্রোডিউস করেছে চিরকুট নিজেরাই। কো-প্রডিউসার হিসেবে কাজ করেছেন তরুণ প্রতিভাবান শিল্পী ও প্রডিউসার জাকির আহমেদ। গানগুলোর মিক্স ও মাস্টারিং করেছেন ইফতি খাইরুল আলম শুভ এবং তার সহযোগী ছিলেন জাকির ও ইয়ার হোসেন। অ্যালবামের তিনটি গানের মিউজিক ভিডিও তৈরি করেছে লাইভটুওয়েব এবং আফফান আজিজ প্রিতুল।
চিরকুট আরও জানায়, গান রিলিজের পাশাপাশি খুব শিগগিরই অ্যালবাম ‘ভালোবাসা সমগ্র’ উপলক্ষে একটি বিশেষ একক কনসার্টের পরিকল্পনাও করছে তারা।