সময়ের জনমাধ্যম

আগুন ছড়িয়েছে পুলিশ হেড কোয়ার্টারের ব্যারাকেও

রাজধানীর বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়েছে পুলিশ হেড কোয়ার্টারের ব্যারাকেও। সবশেষ সংবাদ পাওয়া পর্যন্ত বেলা পৌনে ১২টা দিকে পুলিশ হেড কোয়ার্টার ব্যারাকের চারতলা ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রনে পুলিশসহ ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ  করছেন সেখানে। পুলিশ হেড কোয়ার্টারের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। যদিও আগুন ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় আগে থেকেই সতর্ক ছিল পুলিশ হেডকোয়ার্টার।

এদিকে, পুলিশ হেড কোয়ার্টারের ব্যারাকে আগুন ছড়িয়ে পড়ার পর জরুরি সেবা নাম্বার  ৯৯৯ এর সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আপদকালীন জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পুলিশ সদরদপ্তর। পুলিশ সদরদপ্তর এক ক্ষুদে বার্তায় জানিয়েছে, ‘রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সেবা সাময়িকভাবে বন্ধ আছে। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।’

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কমপক্ষে চারজন কর্মী আহত হয়ে ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও ১৫ জনের বেশি সাধারণ মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এর আগে ভোর সোয়া ছয়টার দিকে বঙ্গবাজারের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভানো যায়নি ভয়াবহ এই আগুন।

এদিকে, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সার্বিক খোঁজখবর রাখছেন এবং সমন্বয় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন বলে প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন সেনা, নৌ, বিমান বাহিনী, র‌্যাব-বিজিবি সদস্যসহ স্থানীয়রা।