সময়ের জনমাধ্যম

আইপিএল জয়ী পেসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আইপিএল জয়ী ভারতীয় পেসার যশ দয়ালের বিরুদ্ধে গুরুতর ব্যক্তিগত অভিযোগ উঠেছে। উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক নারী তার বিরুদ্ধে প্রতারণা, শারীরিক নির্যাতন এবং বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেছেন। এই অভিযোগের ভিত্তিতে ইন্দিরাপুরম থানায় ভারতের নতুন ফৌজদারি বিধি ‘ভারতীয় ন্যায় সঞ্চিতা’র ৬৯ নম্বর ধারা অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী নারীর দাবি, গত পাঁচ বছর ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং দয়াল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক বজায় রাখতেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, দয়াল তাকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং স্বামী-স্ত্রীর মতো আচরণ করেন, কিন্তু পরবর্তীতে প্রতারণা ও শারীরিক নির্যাতন শুরু করেন। এমনকি আর্থিকভাবেও তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন ওই নারী।

ভারতীয় ন্যায় সঞ্চিতার ৬৯ নম্বর ধারা অনুযায়ী, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা ফৌজদারি অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

গাজিয়াবাদ পুলিশের ট্রান্স-হিন্দন অঞ্চলের ডিসিপি নিমিশ পাটিল জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্তের পর যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

২৭ বছর বয়সী বাঁহাতি এই পেসার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলে থাকেন এবং ভারতের ঘরোয়া ক্রিকেটের উদীয়মান ক্রিকেটার হিসেবে পরিচিত। তবে ব্যক্তিগত জীবনের এই বিতর্ক হয়তো তার পেশাগত ভবিষ্যৎকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে।

ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নানা সময়ে আলোচনায় এসেছে, তবে যশ দয়ালের বিরুদ্ধে এমন অভিযোগ তার ক্যারিয়ার এবং ভারতের ক্রিকেট অঙ্গনের জন্য বড় ধাক্কা। 

Reendex

Must see news