বলিউডে এসেই পরিণত শিল্পী হওয়ার মিশনে নামেন সানিয়া মালহোত্রা। আমির খানের হাত ধরে অভিনয়ে আসা এই অভিনেত্রী চেষ্টা করে যাচ্ছেন ভিন্ন ধাঁচের গল্প আর চরিত্রে অভিনয় করে প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে তুলে ধরতে। দঙ্গল, সিক্রেট সুপারস্টার, পটাখা, ফটোগ্রাফ, শকুন্তলা দেবীসহ বেমিকিছু আলোচিত সিনেমায় তারই প্রমাণ রেখেছেন।
প্রতিটি সিনেমাতেই সানিয়া নিজেকে ভিন্ন রূপে তুলে ধরার চেষ্টা করছেন। এবার নিজেকে ভিন্ন উচ্চতায় নিতে বেছে নিয়েছেন অ্যাকশন-কমেডি গল্পের সিনেমা।
ভারতীয় গণমাধ্যম আজকাল জানিয়েছে, সিরিয়াস অভিনয় থেকে সানিয়া মালহোত্রা এবার সরাসরি ঢুকে পড়েছেন অ্যাকশন-কমেডির জগতে। এ বছরই মুক্তি পাবে এই বলিউড তারকার নতুন সিনেমা, যেখানে তিনি প্রথমবার পূর্ণাঙ্গ অ্যাকশন ও কমেডির হিরোইন। এর নাম চূড়ান্ত নাহলেও নতুন সিনেমা নিয়ে সানিয়াকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।
সামাজিক মাধ্যমে সিনেমার টিমের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই খবরটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি খুব খুশি। দেখা হবে সিনেমা হলে’ এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তার ভক্তরা রীতিমতো উত্তেজিত। এতদিন তাকে সিরিয়াস চরিত্রে দেখে অভ্যস্ত দর্শকেরা এবার অপেক্ষায় এই নয়া ‘ধমাকা’ দেখার জন্য।
সংবাদ মাধ্যম থেকে আরও জানা গেছে, সানিয়ার এই অ্যাকশন-কমেডি সিনেমাটি প্রযোজনা করছে আগাজ এন্টারটেইনমেন্ট। নির্মাতারা জানিয়েছেন, সিনেমায় থাকবে দারুণ সব অ্যাকশন সিকোয়েন্স, মজাদার মুহূর্ত আর এক্সট্রা ডোজ এন্টারটেইনমেন্ট।
সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ নির্মাতাদের নজর কেড়ে নিয়েছেন সানিয়া। যার সুবাদে ওটিটি মাধ্যমেও ব্যস্ততা বাড়ছে এই অভিনেত্রীর।