অতীত থেকে শিক্ষা না নিলে পরিণতি হবে ভয়াবহ: মো: শাজাহান


দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘বিগত সরকার যা করেছে আমরাও যদি তাই করি, তাহলে পরিণতি হবে আরও ভয়াবহ।’ তিনি আরও বলেছেন, বিএনপি ক্যাডারভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে না
মঙ্গলবার দুপুরে নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিগত ১৭ বছর অত্যাচার নির্যাতন থেকে আমরা কেউ মুক্ত ছিলাম না। হাসিনার পতনের আগে ও পরে বিএনপি ক্ষমতার জন্য লড়াই করেনি। লড়াই করেছে নিরপেক্ষ নির্বাচনের জন্য। দীর্ঘ ১৭ বছর বিএনপির লড়াই ছিল অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি ক্যাডারভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে না। যারা জোর করে ক্ষমতায় ছিলেন, তাদের অনেক অপমান-অপদস্থ হয়ে বিদায় নিতে হয়েছে। অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বিগত সরকার যা করেছে, আমরাও যদি তা করি, তাহলে পরিণতি আরও ভয়াবহ হবে।’
শাহজাহান আরও বলেন, ‘যারা দলের নেতাকর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টি করেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি ক্যাডারভিত্তিক রাজনৈতিক দল নয়। এটা জনগণের দল।’