সময়ের জনমাধ্যম

হারমানপ্রীতের শাস্তির দাবি সাবেক ভারতীয় ক্রিকেটারদের

ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরের অখেলোয়াড়সুলভ আচরণ নিয়ে আলোচনা চলছেই। সাবেক ক্রিকেটার-ধারাভাষ্যকার-ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই তার অসংযত আচরণ নিয়ে কথা বলেছেন। ক্রিকেটীয় শিষ্ঠাচার ছাড়িয়ে যাওয়া মন্তব্যের কারণে সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছেন হারমানপ্রীত। তবে এই ঘটনায় আইসিসি এখনো কোন আনুষ্ঠানিক ব্যবস্থা না নিলেও, ভারতীয় অধিনায়কের শাস্তির ঘোষণা আসাটা প্রায় নিশ্চিত। এবার তার বিরুদ্ধে কঠোর শাস্তি চাইলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল।

ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন মদন লাল। এক টুইট বার্তায় ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে হারমানপ্রীতের শাস্তিও দাবি করেন দেশটির এই সাবেক ক্রিকেটার। তিনি বলেন, ‘বাংলাদেশ মেয়েদের বিপক্ষে হারমানপ্রীতের আচরণ ছিল পীড়াদায়ক। সে খেলার চেয়ে বড় নয়। ভারতের ক্রিকেটের জন্য সে দুর্নাম বয়ে এনেছে। ওর বিরুদ্ধে বিসিসিআইয়ের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।’

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে ম্যাচের সময়ে ও ম্যাচের পরে হারমানপ্রীত যে সব আচরণ করেছেন, তার সমালোচনা করেছেন দলটির সাবেক অধিনায়ক আনজুম চোপড়াও। হারমানপ্রীতের আচরণের যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না ভারতের হয়ে ১৫৭টি ম্যাচ খেলা আনজুম। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই অধিনায়ক বলেন, ‘অসন্তুষ্টি প্রকাশে কোনো ক্ষতি নেই। কিন্তু কীভাবে আর কখন করবে, সেটা দেখতে হবে। কথা বলার সময় শব্দচয়নে ওর আরও যত্নশীল হওয়া উচিত।’ সেই সাথে বাংলাদেশের মাটিতে প্রত্যাশামতো খেলতে না পারার হতাশা থেকেও হারমানপ্রীত এমন আচরণ করে থাকতে পারেন বলে মত আনজুমের।

গত শনিবার মিরপুরে তৃতীয় ওয়ানডেতে তুমুল লড়াই হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে। সিরিজটি ১-১ এ সমতায় থাকায় সেটি হয়ে দাড়ায় সিরিজ নির্ধারণী লড়াই। ফারজানা হকের সেঞ্চুরিতে বাংলাদেশের দেয়া ২২৬ রানের লক্ষ্য তাড়ায় জয়ের কাছাকাছি চলে গিয়েছিলো ভারত। তবে বোলারদের দাপটে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ম্যাচ টাই করে বাংলাদেশ। ব্যাটিং ইনিংসে আম্পায়ার তানভীর আহমেদ তাঁকে আউটের সংকেত দিলে ক্ষুব্ধ হয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন। ফিরে যাওয়ার সময় চোখ রাঙানি দেন আম্পায়ারকে। গ্যালারির দর্শকদের প্রতিও উদ্দেশ্য প্রণোদিত মনোভাব দেখান হারমানপ্রীত। পরে পুরস্কার বিতরণীতে সরাসরিই আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি খেলা দেখতে মাঠে আসা ভারতীয় হাইকমিশনারকে কেন রস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো না সেটি নিয়েও প্রশ্ন করেন তিনি। যা ক্রিকেটের গেম স্পিরিট নষ্ট করেছে।

তবে সেখানেই থেমে থাকেননি তিনি। ট্রফি নিয়ে দুই দলের ছবি তোলার সময় বাংলাদেশ দলকে নিয়েও কটাক্ষ করেছেন ভারতের এই সিনিয়র নারী ক্রিকেটার। এসময় তার শরীরী ভাষাতেও ছিল তাচ্ছিল্যের ভাব। পরিস্থিতি খুবই অস্বস্তিকর হয়ে ওঠায় দলকে নিয়ে ড্রেসিংরুমে চলে যান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

Reendex

Must see news