সময়ের জনমাধ্যম

সুদানে প্রায় দেড় কোটি শিশুর জরুরি মানবিক সহায়তা প্রয়োজন: ইউনিসেফ

ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে আফ্রিকার দেশ সুদান। দারিদ্র পীড়িত দেশটিতে গত এপ্রিল থেকে শুরু হওয়া অভ্যন্তরীণ সংঘাতের কারণে খাদ্যসংকট দিন দিন আরো তীব্র হচ্ছে। এ অবস্থায় সুদানে ১ কোটি ৪০ লাখ শিশুর জন্য ‘জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা’ প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।

শুক্রবার ইউনিসেফের উপনির্বাহী পরিচালক টেড শাবান এক সংবাদ সম্মেলনে বলেন, সংঘাতের কারণে সুদানে ১৭ লাখের বেশি শিশু বাস্তুচ্যুত হয়েছে। ফলে তাদের ক্ষুধা, রোগ, সহিংসতার মুখে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। নতুন এ সংকটের আগেই ঘর ছাড়তে বাধ্য হয়েছে ১৯ লাখ শিশু।

সেই সাথে ৫ বছরের কম বয়সী ৩০ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে বলে জানান টেড শাবান। এর মধ্যে তীব্র অপুষ্টি আর মৃত্যুর ঝুঁকিতে আছে সাত লাখ শিশু। এক বছরের কম বয়সী ১৭ লাখ শিশু গুরুত্বপূর্ণ টিকা না পাওয়ার ঝুঁকিতে আছে। এর মধ্য দিয়ে রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।

ক্ষমতা দখলের দ্বন্দ্ব থেকে গত ১৫ এপ্রিল সুদানের সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। সংস্থাটি জানায়, সংঘাত শুরুর পর কমপক্ষে ৪৩৫ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ২ হাজার ২৫ জনের বেশি। এছাড়া দেশটিতেই দুই কোটির বেশি মানুষ তীব্র ক্ষুধায় ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ।

Reendex

Must see news