সময়ের জনমাধ্যম

রাবিতে প্রক্সিকাণ্ডে শিক্ষার্থীর ভর্তি বাতিল, জড়িত তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে ভর্তি হওয়ায় এক শিক্ষার্থীর ভর্তি বাতিল ও অর্থের বিনিময়ে ভর্তি হতে সহায়তা করায় তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীর নাম আহসান হাবীব। সে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ভর্তি হয়েছিল। তার বাড়ি রংপুরের পীরগঞ্জে।

এদিকে, আহসান হাবীবকে অর্থের বিনিময়ে অসদুপায় অবলম্বনের মাধ্যমে ভর্তি হতে সহায়তাকারী সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা হচ্ছে মো. শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গন (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ২য় বর্ষ সম্মান, ক্লাস রোল নম্বর ২১১০৬৮৭১২১; শহীদ হবিবুর রহমান হল), মাহিবুল মোমিন সনেট (লোক প্রশাসন বিভাগ, রোল নম্বর ১৯১০৬৪৮১২০; শহীদ হবিবুর রহমান হল) ও মো. রাজু আহমেদ (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, রোল নম্বর ১৯১০১৩৪১০১, শেরে বাংলা ফজলুল হক হল)।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর আগে ১৭ আগস্ট ওই বিভাগে ভর্তি হওয়ার পর তার ভর্তি জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।