সময়ের জনমাধ্যম

রাবিতে নবজাগরণ ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবজাগরণ ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী পরিষদ (২০২১-২২) এর দায়িত্ব হস্তান্তর এবং বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে এই আয়োজন করা হয়।

এতে নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ অলিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ মিতুল হোসেনের নিকট দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী সভাপতি মোঃ রাসেল সরকার ও সাধারণ সম্পাদক নুর জাহান দোলন। এ সময় নবজাগরণ ফাউন্ডেশনের অনলাইন ম্যাগাজিন ‘বাঙালি’র ৭ম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। 

প্রধান অতিথি নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিমূল হক নতুন কার্যকরী কমিটির জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের বিদায়ী সভাপতি মোঃ রাসেল সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ সজীব, উপদেষ্টা ও সাবেক সভাপতি মোঃ খালিদ হাসান, উপদেষ্টা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাগিব শাহরিয়ার, উপদেষ্টা ও সাবেক সভাপতি রাশেদুল ইসলাম, উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক শামীমা আফরোজ, উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি মোঃ আলী আশরাফ এবং বিদায়ী কমিটির সদস্য বৃন্দ।

নবজাগরণ ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ সেলিম রাহমান, মমতাজ আক্তার, রনি দেব শর্মা, নয়ন রানী পাল, যুগ্ম-সম্পাদক সফল চাকমা, আলফাজ আলী নয়ন, তাসনিম তানিয়া, ইমরান লস্কর, সাংগঠনিক সম্পাদক মমরেজ রেজা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রোখসানা আক্তার, মোঃ বাশিরুল ইসলাম,সিফাত আহমেদ রাহাদ,রাকিব উদ্দিন শহীদ, কোষাধ্যক্ষ মামুন হাসান, প্রচার সম্পাদক রুকাইয়া খাতুন।