সময়ের জনমাধ্যম

ম্যাককলামাকে স্টেডিয়ামে ঢুকতে নিরাপত্তাকর্মীদের বাধা

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট খেলছে ইংল্যান্ড। ঘরের মাঠে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। কিন্তু তাই বলে নিজেদের কোচকে চিনবেন না ইংলিশরা। হেডিংলি টেস্টের দ্বিতীয় দিন এমন ঘটনাই ঘটেছে। ম্যাককলামাকে চিনতে না পেরে স্টেডিয়ামে ঢুকতে বাধা দিয়েছেন নিরাপত্তাকর্মীরা।

দ্য টাইমস জানিয়েছে, হেডিংলির নিরাপত্তাকর্মীরা ম্যাককালামকে চিনতে পারেননি। এর পেছনে কিছুটা দায় ম্যাককালামেরও আছে। সংবাদমাধ্যমটি জানায় মাঠে ঢোকার সঠিক পাস ছিল না ইংল্যান্ড কোচের কাছে। চলমান অ্যাশেজে বেশ কিছু কারণে হেডিংলিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। লর্ডস টেস্ট চলাকালে মাঠে ঢুকে খেলায় বাগড়া দিয়েছিলেন ‘জাস্ট স্টপ অয়েল’ জোটের দুই কর্মী। হাতে কমলা রঙের পাউডার নিয়ে ঢোকা এই দুই আন্দোলনকারীর কারণে প্রায় ছয় মিনিটের জন্য ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের খেলা বন্ধ রাখতে হয়।

মূলত যুক্তরাজ্যে জীবাশ্ম জ্বালানি প্রকল্প বন্ধের দাবি জানিয়ে আসছে সংগঠনটি। এর আগে, ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার টিম বাস আটকে দিয়েছিল জাস্ট স্টপ অয়েল জোট। তারও আগে ইংল্যান্ড আয়ারল্যান্ড টেস্টের সময়েও ইংল্যান্ড ক্রিকেট দলকে বহন করা বাস আটকে দিয়েছিল এই সংগঠন। তাই এই আন্দোলনকারীদের কথা মাথায় রেখে হেডিংলিতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছিল।

আরেক ব্রিটিশ গণমাধ্যমের খবর, হেডিংলির নিরাপত্তাকর্মীরা ‘জাস্ট স্টপ অয়েল’ জোটের টি-শার্ট পরা ও ব্যাগ হাতে দুজনকে চিহ্নিত করেছিলেন। যে কারণে অতি সতর্কতাবশত পাস না থাকায় ম্যাককালামকে আটকে দেন তাঁরা। একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায়ও জড়িয়ে পড়েন ম্যাককালাম। তবে নিরাপত্তাকর্মীরা তাঁর কথা না শুনে সিনিয়রদের পরামর্শ নিতে যান। এ ঘটনায় নিরাপত্তাকর্মীর উদ্দেশে মেজাজ হারিয়ে বসেন সাবেক এই কিউই ক্রিকেটার।