সময়ের জনমাধ্যম

মেসি জোড়া গোলে মায়ামির বাজিমাত

ইউরোপের ফুটবলের দীর্ঘ ক্যারিয়ার শেষে লিওনেল মেসির নতুন ঠিকানা এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার। তবে সেখানকার ফুটবলে মেসি নিজেকে কতটা মানিয়ে নিতে পারবেন, সেই প্রশ্ন ঘুরে ফিরছিলো তার মায়ামিতে যোগ দেয়ার ঘোষণার পর থেকেই। তবে সেসব প্রশ্নের উত্তর দিতে খুব একটা সময় নিচ্ছেন না মেসি। ইন্টার মায়ামির জার্সিতে নিজের তৃতীয় ম্যাচেও মাঠে জাদুকরি ফুটবলের দৃশ্যায়ন ঘটিয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক। টানা দ্বিতীয় ম্যাচে করেছেন জোড়া গোল। তাতে নিজেদের বড় প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি।

ম্যাচের ৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফিনিশ মিডফিল্ডার রবার্ট টেলরের বাড়ানো চিপ থেকে বল বুকে নামিয়ে বাঁ পায়ের সাইডভলিতে জালে পাঠান মেসি। ১০ মিনিট পরই সিজার আরাউহোর গোলে সমতায় ফেরে অরল্যান্ডো। ২১ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে মায়ামির জার্সিতে প্রথম হলুদ কার্ড দেখেন মেসি। বিরতির পর ৪৭ মিনিটে অরল্যান্ডোর বক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন মায়ামির জোসেফ মার্তিনেজ। মেসি নিজে স্পট কিক না নিয়ে সেটি নিতে দিলেন মার্তিনেজকেই। শান্ত মাথায় বল জালে জড়িয়ে মেসির আস্থার প্রতিদানও দিয়েছেন জোসেফ মার্তিনেজ।

২-১ গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান আরো বাড়ানোর পথেই ছিলো মায়ামি। তবে ডি-বক্সের বাইরে থেকে নেয়া মেসির একটি ফ্রি-কিকও দারুণ দক্ষতায় রুখে দেন অরল্যান্ডোর গোলরক্ষক পেদ্রো গ্যালাসে। ৬৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি ও সের্হিও বুসকেতসের এক সময়ের বার্সা সতীর্থ জর্দি আলবা। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও মাঠে পুনর্মিলন হলো তাদের। ম্যাচের ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোল তুলে নেন মেসি। এবার গোলের উৎস জোসেফ মার্তিনেজ। বক্সের ভেতর ডান প্রান্তে বল পেলেও নিজে শট না করে তা বাড়িয়ে দেন সুবিধাজনক অবস্থানে থাকা মেসির দিকে। সেখান থেকে এবার ডান পায়ের সাইডভলিতে গোল করেন মেসি।

মায়ামিতে তিন ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৫-এ। এই জয়ে লিগস কাপের শেষ ষোলোয় উঠে গেল ইন্টার মায়ামি। শুধু জয় নয়, এই ম্যাচে জয় তুলে নিয়ে মধুর এক প্রতিশোধও নিয়েছে ইন্টার মায়ামি। কিছুদিন আগে মায়ামিতে মেসির দেয়ালচিত্র নষ্ট করা হয়। আর সে কাণ্ডে সন্দেহের তীর ছিলো এমএলএস প্রতিদ্বন্দ্বী দল অরল্যান্ডো সিটির সমর্থকেদে দিকে। জোড়া গোল করে যেন তার মোক্ষম জবাবই দিলেন লিওনেল মেসি।