সময়ের জনমাধ্যম

মেসিকে বরণের অপেক্ষায় মায়ামির সমর্থকরা

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসিকে আনুষ্ঠানিকভাবে বরণের অপেক্ষায় যুক্তরাষ্ট্রের ফুটবল। অধীর আগ্রহে প্রহর গুনছে ইন্টার মায়ামির সমর্থকরা। ১৬ জুলাই ক্লাবের সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে মেসিকে। আর সে লক্ষ্যে সাজ সাজ রব বিরাজ করছে ফ্লোরিডায়।

নিজেদের স্টেডিয়ামে ডিআরভি পিএনকেতে ‘দ্যা আনভেইল’ নামের জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপজয়ী তারকাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে ইন্টার মায়ামি। তবে মেসিকে মাঠের ফুটবলে দেখতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে মায়ামিকে। ২১ জুলাই লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে অভিষেক হবে এলএমটেনের।

মেসির এমএলএসে পরিচয়ের দিন মূল অনুষ্ঠানের বাইরেও বিশেষ আয়োজন করতে যাচ্ছে ‘ভাইস সিটি ১৮৯৬’ নামের পরিচিত দলটির সমর্থক গোষ্ঠী। ভাইস সিটি ১৮৯৬–এর নেতা চাচিতো স্পেনের সংবাদমাধ্যম এএসের সঙ্গে এক সাক্ষাৎকারে তাঁদের পরিকল্পনার বিস্তারিত জানিয়েছেন। স্টেডিয়ামের বাইরে সেই অনুষ্ঠানে নানা আয়োজনের সঙ্গে আর্জেন্টাইন সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করবে তারা। এর জন্য আর্জেন্টিনার একটি ব্যান্ডদল ভাড়া করেছে ভাইস সিটি ১৮৯৬।

ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে মেসির অভিষেক ম্যাচেও বিশেষ আয়োজন করবে সমর্থক গোষ্ঠীটি। সে ব্যাপারে চাচিতো অবশ্য এখনই কিছু বলতে চাননি।