সময়ের জনমাধ্যম

মানবতাবিরোধী অপরাধের মামলায় দুইজন গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে তাদের উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া দুই আসামি হচ্ছে – সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মৃত শের আলী গাজীর ছেলে মো. সুরত আলী গাজী (৭৬) ও একই এলাকার মৃত পুটি গাজীর ছেলে মো. আব্দুল আজিজ (৮২)।

শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, সোমবার উপজেলা রমজান নগর ইউনিয়নের তারানিপুর এলাকা থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ২০০৯ সালের ২৬ আগস্ট ১১ জনের নাম উল্লেখ মুন্সীগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের সুরেন্দ্রনাথ মণ্ডলকে হত্যার অভিযোগে তার মেয়ে বাদী হয়ে মামলা দায়ের করে। পরে মামলাটি আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল গ্রহণ করেন।