সময়ের জনমাধ্যম

বৃষ্টি ও ভূমিধসে হিমাচলে ২১ জনের প্রাণহানি, রাজ্যের ৭৫২টি রাস্তা বন্ধ

টানা বৃষ্টি ও ভূমিধসে ভারতের হিমাচল প্রদেশে ২১ জনের প্রাণহানি হয়েছে। এরমধ্যে রাজ্যের সোলান জেলায় প্রবল বর্ষণে সাতজন মারা গেছেন। এছাড়া শিমলা শহরের সামার হিল এলাকায় শিব মন্দিরে ভূমিধসে নয়জনের মৃত্যু হয়েছে। খবর: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু জানিয়েছেন, গত দুই দিনে রাজ্যে মোট ২১ জন মারা গেছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের।

এ ঘটনায় মুখ্যমন্ত্রী সুখু হিমাচলের সাধারণ জনগণকে বাড়ির ভিতরে থাকার আহ্বান জানিয়েছেন। নদীর ধারে না যাওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষৎকারে তিনি জনসাধারণকে ভূমিধসপ্রবণ এলাকা থেকে দূরে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি পর্যটকদের রাজ্যে প্রবেশ না করার অনুরোধ করেছেন।

গত কয়েক দিন ধরেই হিমাচলে ভারী বৃষ্টিপাত চলছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। বৃদ্ধি পেয়েছে নদীর পানি। ফুঁসছে খরস্রোতা বিপাশা নদী। পাহাড়ি ধসে ব্যাহত হচ্ছে জনজীবন। বৃষ্টি ও ভূমিধসের কারণে রাজ্যে ৭৫২টি রাস্তা বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় হিমাচলের সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।