সময়ের জনমাধ্যম

বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে পিসিবি

বাজছে এশিয়া কাপের ডামাডোল। আসন্ন এশিয়া কাপ নিয়ে ক্রিকেটপাড়ায় চলছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জার্সি উন্মোচন করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সোমবার (২৮ আগস্ট) পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ জার্সি উন্মোচন করেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করা হয় জার্সির ছবি এবং ভিডিও। ভিডিওতে রয়েছেন দলীয় অধিনায়ক বাবর আজম, পেসার নাসিম শাহ ও হ্যারিস রউফ। এছাড়াও রয়েছেন পাকিস্তান জাতীয় দলের দুই নারী ক্রিকেটার।

যথারীতি গাঢ় সবুজ রঙকে প্রাধান্য দিয়েই ডিজাইন করা হয়েছে পাকিস্তানের বিশ্বকাপ জার্সি। জার্সির বামদিকে রয়েছে ওয়ানডে বিশ্বকাপের লোগো, আর ডানদিকে রয়েছে পাকিস্তানের পতাকা ও একটি তারকা।

Reendex

Must see news