সময়ের জনমাধ্যম

বিএসএমএমইউ’র পোস্টগ্রাজুয়েট ট্রেইনিদের কর্মসূচি প্রত্যাহার

 অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের আশ্বাসে কর্মসূচির থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তারা।

রোববার (১৬ জুলাই) বিকেল পাঁচটার দিকে প্রায় সাত ঘণ্টা পর শাহবাগ-সায়েন্স-ল্যাবমুখী রাস্তা ছাড়েন আন্দোলনকারীরা। এর আগে একই দিন বিকেল ৪টার দিকে উপাচার্যের সঙ্গে দেখা করেন চিকিৎসকদের তিন সদস্যের প্রতিনিধি দল।
 
পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, উপাচার্য স্যার আমাদের লিখিত আশ্বাস দিয়েছেন আগামী সাত দিনের মধ্যে সরকারের সংশ্লিষ্ঠ্য বিভাগের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং সুখবর জানাবেন।

তিনি আরও বলেন, উপাচার্য স্যারের আশ্বাসে আমরা এখন রাস্তা ছাড়ছি। তবে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।  

এর আগে মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, বকেয়া পরিশোধ ও নিয়মিত ভাতা প্রদানের দাবিতে আজ সকাল ১০টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন ট্রেইনি চিকিৎসকরা। ফলে প্রায় সাত ঘণ্টা বন্ধ ছিল শাহবাগ-সায়েন্সল্যাবমুখী রাস্তা। বিকেল পাঁচটার পর আবারও সচল হয়েছে যান চলাচল।