সময়ের জনমাধ্যম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিদেশি সামরিক উপদেষ্টাদের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের কর্মরত বিভিন্ন দেশের দূতাবাসের সামরিক উপদেষ্টারা। বুধবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে শোক বইয়ে স্বাক্ষরও করেন তারা।

এসময় সঙ্গে ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জানান, বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার অংশ হিসেবেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বিদেশিরা।