সময়ের জনমাধ্যম

প্রধান বিচারপতির সাথে সিইসি’র সাক্ষাৎ

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল৷ সোমবার (৩১ জুলাই) দুপুরে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেন তিনি।

এসময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাথে ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম।

তাদের অভ্যর্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান।

পরে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান উপস্থিত গণমাধ্যমকে জানান, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই সিইসিসহ ইসির প্রতিনিধিদল সুপ্রিম কোর্টে এসেছেন।

সাক্ষাৎ শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, আমরা প্রধান বিচারপতির কাছে শপথ নিয়েছিলাম।

আমি নিজে এবং কমিশনের দুজন সদস্য দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছি। প্রধান বিচারপতি অবসরে যাবেন (সেপ্টেম্বরে)। তাই সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা জানিয়েছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি।