সময়ের জনমাধ্যম

পিয়ংইয়ংয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রী, নতুন অস্ত্র দেখালেন কিম

উত্তর কোরিয়ার ঘনিষ্ট মিত্র রাশিয়া। দেশটির ‘বিজয় দিবস’ উদ্‌যাপনের অনুষ্ঠানে অংশ নিতে উত্তর কোরিয়ার সফরে গিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সেখান পৌঁছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, এই সফর উত্তর কোরিয়া-রাশিয়ার মধ্যকার কৌশলগত ও ঐতিহ্যবাহী সম্পর্ককে আরও গভীর করেছে বলে জানিয়েছেন কিম-জং উন। একই কারণে চীনের একটি প্রতিনিধিদলও উত্তর কোরিয়া সফর করছে। সফররত রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে বৃহস্পতিবার নতুন ড্রোন, নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র দেখিয়েছেন দেশটির নেতা কিম জং-উন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে পিয়ংইয়ংয়ের সবচেয়ে নতুন ও সর্বাধুনিক অস্ত্রশস্ত্র দেখানো হয়েছে। এর মধ্যে বিশাল আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক ড্রোন রয়েছে।
প্রদর্শনীর ছবিতে উত্তর কোরিয়ার বৃহত্তম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হোয়াসং-১৭ ও হোয়াসং-১৮ সলিড-ফুয়েল আইসিবিএম দেখা গেছে।

উত্তর কোরিয়ার ‘বিজয় দিবস’ উদ্‌যাপনের অনুষ্ঠানে অংশ নিতে দেশটিতে গেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম রাশিয়ার কোনো প্রতিরক্ষামন্ত্রী উত্তর কোরিয়া সফর করছেন। ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তার জন্য অস্ত্র সরবরাহের অভিযোগ উঠে পিয়ংইয়ং এর বিরুদ্ধে। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে উত্তর কোরিয়া।